বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বইছে নির্বাচনী আমেজ

দ্বিতীয় দিনে মনোনয়ন প্রত্যাশীদের উপচে পড়া ভিড়
| প্রকাশিতঃ ১৩ নভেম্বর ২০১৮ | ১:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বইছে নির্বাচনী আমেজ। উৎসবমুখর পরিবেশে দলীয় নেতারা নিজ নিজ জেলার মনোনয়পত্র সংগ্রহ করছেন।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র বিক্রি চলছে। এ উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সারাদেশ থেকে মনোনয়ন প্রত্যাশীরা তাদের সমর্থকদের নিয়ে সকাল থেকেই মনোনয়নপত্র সংগ্রহ করতে ভিড় করেছেন কেন্দ্রীয় কার্যালয়ে।

বিগত সংসদ নির্বাচনে এই প্রধান বিরোধী দলের নেতা কর্মীদের এবারের মতো আর সরব হতে দেখা যায়নি। মামলা-হামলা, গুম, খুন, গ্রেপ্তার ও অবাধ সুষ্ঠ-নিরোপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছিলো দলটির শীর্ষ নেতারা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার দ্বিতীয় দিনে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে মনোনয়নপত্র বিক্রির পাশাপাশি মনোনয়নপত্র জমা নেওয়া শুরু করেছে বিএনপি। মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন সোমবার মধ্যে ১ হাজার ৩২৬টি মনোনয়ন পত্র বিক্রি হয়। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে রাত ৮টায় পর্যন্ত চলবে ফরম বিক্রি ও জমা।

মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতা জানান, ‘দল মনোনয়ন দিলে ভোট পাহারা দিয়ে ১০০ ভাগ জয়ের গ্যারান্টি দিতে পারি।’

এদিকে সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে মনোনয়ন প্রত্যাশীদের অনুসারীরা খণ্ড খণ্ডভাবে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেখানে বিএনপির প্রতিষ্ঠা প্রয়াত জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ফেস্টুনও দেখা যাচ্ছে। ফকিরাপুল মোড় থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত নেতাকমীরা ঘুরে ঘুরে মিছিল নিয়ে শোডাউন করছে। নয়াপল্টন এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যদরা সতর্ক অবস্থানে রয়েছেন।

একুশে/এসসি