
নিজস্ব প্রতিবেদক : নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাপাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (১৪ নভেম্বর) বেলা ১টার দিকে কর্মী সমর্থকদের একটি মিছিল বিএনপি কার্যালয়ে আসার সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
এসময় পুলিশ বিপুল সংখ্যক টিয়ারসেল নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা বেশ কিছু গাড়ি ভাঙচুর করে।আগুন দেয় পুলিশের তিনটি গাড়িতে।
পুলিশ-বিএনপি সংঘর্ষে নয়াপল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। থেমে এখনো সংঘর্ষ চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মনোনয়ন শোডাউনে অংশ নিতে আসা নেতাকর্মীদের সঙ্গে বুধবার দুপুর পৌনে একটার দিকে সংঘর্ষ শুরু হয়। বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকলে নিক্ষেপ করলে পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করছে। পরে বিএনপি কর্মীরা পুলিশের তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া পুলিশের দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারও ভাঙচুর করে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রির আজ ছিল তৃতীয় দিন। এখন পর্যন্ত নয়াপল্টন কার্যালয়ের সামনের রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে। রাস্তায় অবস্থান নিয়েছে পুলিশ।
একুশে/এসসি