
ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের ৭ থেকে ১০ দিন আগে মাঠপর্যায়ে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আজ ইসিতে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং করা হয়।
অনুষ্ঠানে মাঠ কর্মকর্তাদের উদ্দেশে সচিব বলেন, নির্বাচনের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি মাঠে থাকবে। থাকবে সেনাবাহিনীও। তাদের থাকা-খাওয়ার বিষয়গুলো নির্বাচনের মাঠ কর্মকর্তাদের তদারক করতে হবে।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নির্বাচনে কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না। যেসব কর্মকর্তা কাজে অবহেলা করবেন, তাঁদের বিরুদ্ধে ইসি কঠোর ব্যবস্থা নেবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান ও যুগ্ম সচিব মোস্তফা ফারুক।
তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের দিন ধার্য আছে।