বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

আইসিইউতে ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাব্বানী

| প্রকাশিতঃ ২০ নভেম্বর ২০১৮ | ৭:২৩ অপরাহ্ন

ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাব্বানী আইসিউতে

ঢাকা : হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়েছে।

মঙ্গলবার গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন ছাত্রলীগের সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক শফিকুল আলম রেজা।

তিনি জানান, সোমবার জ্বর হলে দুপুর ১২টায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে। আজ (মঙ্গলবার) তার শারীরিক অবস্থার অবনতি হলে দুপুর ১২টায় আইসিইউতে নেয়া হয়।

হাসপাতাল সুত্রে জানা যায়, রাব্বানীর ব্লাড প্রেশার ও রক্তে প্লাটিলেট কমতে থাকায় তাকে দ্রুত আইসিইউতে নেয়া হয়।

জানা যায়, স্কয়ার হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আলী হাসান বলেন, ‘রাব্বানী ডেঙ্গুজ্বরে আক্রান্ত। তার প্লাটিলেট ক্রমেই কমে যাচ্ছে। তার আগের ওষুধ পরিবর্তন করা হয়েছে। রাব্বানীকে নতুন রক্ত দেওয়ার জন্য দাতারও সন্ধান করা হচ্ছে।’

রাব্বানীর সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

চলতি বছরের ৩১ জুলাই গোলাম রাব্বানী ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। তার সঙ্গে সভাপতি হন কুড়িগ্রামের রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

একুশে/এএইচ/এটি