বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

প্রতীক বরাদ্দের পর আ. লীগের ইশতেহার

| প্রকাশিতঃ ২৪ নভেম্বর ২০১৮ | ৭:৪০ অপরাহ্ন

একুশে ডেস্ক : নির্বাচনের প্রতীক বরাদ্দের পরদিন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জাতির সামনে ইশতেহার তুলে ধরবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক। এরপর থেকে সবার জন্য তা উন্মুক্ত হবে; বলেন তিনি।

শনিবার (২৪ নভেম্বর) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের ইশতেহার উপকমিটির বৈঠক শেষে উপ-কমিটির আহ্বায়ক আবদুর রাজ্জাক সাংবাদিকের প্রশ্নের জবাবে এই কথা বলেন।

আবদুর রাজ্জাক বলেন, উন্নয়নের মহাসড়কের গতিকে আরও বেগবান করাই নির্বাচনী ইশতেহারের মূল লক্ষ্য। ইশতেহারে প্রধান লক্ষ্য হবে ৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধিকে আরও বৃদ্ধি করা। দারিদ্র্যের হার আরও কমানো।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য জনগণের সামনে নির্বাচনের আগে ইশতেহার নিয়ে যাওয়া। হক, ভাসানী, সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নৌকা নিয়ে আমরা জনগণের সামনে যাব।’

আবদুর রাজ্জাক বলেন, বিদ্যুৎ, শিক্ষা স্বাস্থ্যের বিষয়ে আরও কৌশলী হওয়ার কথা থাকবে ইশতেহারে। আগামীতে আওয়ামী লীগের চ্যালেঞ্জ হবে পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাদ্য নিশ্চিত করা। আধুনিক পুলিশ, জনগণ হিতৈষী, জনগণ দরদি, জনগণ বান্ধব-কি ধরনের পুলিশ বাহিনী হবে, সেটা আমরা বলার চেষ্টা করব।

তিনি আরো বলেন, আগামী দিনের তরুণ সমাজদের নিয়ে আমরা কি ভাবছি, এই তরুণ সমাজকে উন্নয়নের সঙ্গে দেশ পরিচালনার সঙ্গে কীভাবে সম্পৃক্ত করা যায়, সেটা জনগণের সামনে তুলে ধরা হবে। তিনি আরও বলেন, সামষ্টিক অর্থনীতি, ব্যাংকের মুদ্রাস্ফীতি, ব্যাংক ব্যবস্থা, ইনস্যুরেন্স ব্যবস্থা নিয়ে কী ধরনের চিন্তাভাবনা আছে, সেটাও জনগণের সামনে তুলে ধরা হবে। কৃষি ক্ষেত্র ও শিল্পায়নের উন্নয়ন কীভাবে করা যায়, তার বিস্তারিত তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনের পর ইশতেহার উপকমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে উপকমিটির সদস্য সচিবসহ সদস্যরা উপস্থিত রয়েছেন।

একুশে/ডেস্ক/এসসি