
ঢাকা : আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।
সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটিতে যোগ দেন তিনি।
সংবাদ সম্মেলনে সাবেক এ আওয়ামী লীগ নেতা বলেন, আমি আমার দল আওয়ামী লীগ থেকে সজ্ঞানে বিএনপিতে যোগ দিয়েছি। আমি আমার সমস্ত মেধা দিয়ে দেশ ও জাতীয়তাবাদী রাজনীতিতে কাজ করবো।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত ছিলেন।
একুশে/এসসি