বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

নৌকাকে জয়ী করতে মেয়র কার্যালয়ে নওফেল-বাদল

| প্রকাশিতঃ ২৭ নভেম্বর ২০১৮ | ৭:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম সিটি করপোরেশনর মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে নগর ভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-৯ (কোতােয়ালী-বাকলিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠিনক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

এসময় চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে নৌকার প্রার্থী মঈনুদ্দিন খান বাদলও মেয়র কার্যালয়ে উপস্থিত ছিলেন।

এর আগে ব্যারিস্টার নওফেল নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসায় যান। সেখানে তিনি নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির সঙ্গে কুশল বিনিময় করেন এবং পা ছুঁয়ে সালাম করে দোয়া চান। পরে সিটি মেয়রের কার্যালয়ে এসে উপস্থিত মঈনুদ্দিন খান বাদলকেও পা ছুঁয়ে সালাম করে দোয়া চান ব্যারিস্টার নওফেল।

এসময় মেয়র বলেন, আমরা উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে যাচ্ছি। দুজন প্রার্থী ঢাকায় ছিলেন। আজ (মঙ্গলবার) উনারা সৌজন্য সাক্ষাত করতে নগর ভবনে এসেছেন।

নির্বাচন শতভাগ স্বচ্ছতার সাথে সম্পন্ন হবে উল্লেখ করে মেয়র নাছির বলেন, যেহেতু এবার নির্বাচনে ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতি ব্যবহৃত হবে সেহেতু এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন শতভাগ স্বচ্ছতার সাথে সম্পন্ন হবে। তাছাড়া সেনাবাহিনী ইভিএম পরিচালনা করবেন। যার ফলে এখানে কোনো ধরনের কারচুপির সযোগ নাই।

আন্তর্জাতিক পর্যায়ে প্রধানমন্ত্রী দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন উল্লেখ করে মেয়র নাছির বলেন, গত দশ বছরে জননেত্রী শেখ হাসিনা দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে গেছেন এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছেন।

নাছির বলেন, আমরা একেবারে নিশ্চিত কোতোয়ালী আসন এবং চট্টগ্রাম মহানগরের যে আসনগুলো আছে মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীদের আমরা বিজয় করতে পারবো।

পরে ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল সাংবাদিকদের বলেন, একসময় আমার পিতা মরহুম আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী মেয়র ছিলেন। মেয়রের দায়িত্ব পালানকালে তিনি সব সময় চট্টগ্রামবাসীর অধিকার আদায়ে সোচ্চার ছিলেন।

নওফেল বলেন, আমি মনে করি এটা চ্যালেঞ্জ নয় এটা আমাদের নেত্রীর কাজের প্রতিফলন দেখার জন্য আমরা অপেক্ষা করছি সেই আ্ত্নবিশ্বাস ও সৎ সাহস আমাদের দলের প্রত্যেক নেতাকর্মীদের মধ্যে আছে। চট্টগ্রাম শহর এবং তৎসংলগ্ন এলাকায় যে উন্নয়ন প্রকল্প জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন জনগণ এর প্রতিউত্তরে জন রায় দেয়ার জন্য উম্মুখ হয়ে আছে।

ব্যক্তিপরিচয় বড় নয় উল্লেখ করে নওফেল বলেন, আমার ব্যক্তি পরিচয় বড় নয়। আমি দলের একজন নগণ্য কর্মী হিসেবে মনোনয়ন পেয়েছি। আজ আমি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে দলীয় বিষয়ে আলোচনার জন্য এসেছি।

চট্টগ্রাম-৯ আসন নেত্রীকে উপহার দেওয়ার কথা উল্লেখ করে নওফেল বলেন, এ আসনটি চট্টগ্রামের মধ্যবর্তী অবস্থানে আছে। নেত্রী আমাকে এই আসনে মনোনয়ন দিয়েছেন। আমরা আশা করছি এই আসনটি নেত্রীকে আমরা উপহার দিতে পারবো।

তিনি বলেন, জনগণ যদি আমার পক্ষে (নৌকা মার্কায়) রায় দেয়, নৌকা মার্কাকে বিজয়ী করে তাহলে স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানগুলো এ অঞ্চলে কাজ করছে, নাগরিক সেবা দিয়ে যাচ্ছে সে সকল সংস্থার মধ্যে সমন্বয় করে সমন্বিত আইনি কাঠামোর বিষয়টি জাতীয় সংসদে সামনে নিয়ে আসার চেষ্টা করবো। আমার বাবা সব সময় স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য চেষ্টা করে গেছেন।

এ সময় প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর মোবারক আলী, কাউন্সিলর জহুর লাল হাজারী, কাউন্সিলর নাজমুল হক ডিউক, সিটি মেয়রের একান্ত সচিব রায়হান ইউসুফ, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন।

 

একুশে/এসসি

ছবি : আকমাল হোসেন