
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু ছাত্রপরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ফরহাদ উদ্দিন জিতুকে সভাপতি ও সাব্বির আহমেদকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটির ঘোষণা করে কেন্দ্রীয় বঙ্গবন্ধু ছাত্রপরিষদ।
গত ৫ ডিসেম্বর কেন্দ্রীয় বঙ্গবন্ধু ছাত্রপরিষদের জরুরী সভায় কেন্দ্রীয় সভাপতি আসিফ জামান রুপম ও সাধারণ সম্পাদক সাকির মজুমদার স্বাক্ষরিত এক চিঠিতে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটিকে অনুমোদন দিয়েছে।
বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণে রাজপথে সাহসী ভূমিকা রাখার অঙ্গীকার করে নতুন কমিটি ঘোষণা করল কেন্দ্রীয় বঙ্গবন্ধু ছাত্রপরিষদ।
একুশে/এসসি