
চট্টগ্রাম: ভোটের পরিবেশ এখনো তৈরী হয়নি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপি’র প্রার্থী আবু সুফিয়ান।
রোববার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে চূড়ান্ত মনোনয়নের চিঠি জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, যে লক্ষণ এখন স্পষ্ট হয়েছে, এতে বলার মত কিছু নেই। কারণ ভোটের কোনো পরিবেশ নেই। তারপরও আশা নিয়েই আছি, যে ভোটের পরিবেশ পাবো। মানুষ তো আশা নিয়েই বাঁচে।
সুষ্ঠু ভোট হলে চট্টগ্রাম নগরের সব আসনে বিএনপি’র প্রার্থীরা বিপুল ভোটে জয় পাবেন বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।
আবু সুফিয়ান বলেন, কোন ঘটনা ছাড়া মামলা হচ্ছে- গায়েবী মামলা। যারা এসব মামলা করেছে তারা জানে, দেশের মানুষও জানে, ওই অপরাধে আমরা অপরাধী না। তাই ওই মামলার বোঝাও আমার মাথার উপর নেই। রাজনৈতিক কারণে এসব মামলা হয়েছে, একই কারণে তা পরিসমাপ্তি হবে বলে আমার বিশ্বাস।
প্রচারণায় সমান সুযোগ পাওয়ার আশা করে বিএনপি নির্বাচনে এসেছে বলেও জানান তিনি।
এদিকে চট্টগ্রাম-৮ আসনে আবার জাসদ নেতা মইন উদ্দিন খান বাদল নৌকা প্রতীকের প্রার্থী হচ্ছেন।
মানুষ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান চট্টগ্রাম নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান।