বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

টুঙ্গিপাড়া থেকে নৌকার প্রচারণা, বিজয় দিবসের পর ইশতেহার

| প্রকাশিতঃ ১০ ডিসেম্বর ২০১৮ | ১:৪৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়া থেকেই শুরু হবে একাদশ সংসদ নির্বাচনে নৌকার আনুষ্ঠানিক প্রচারণা। ১২ ডিসেম্বর সড়কপথে ঢাকা থেকে টুঙ্গিপাড়া গিয়ে সকাল ১১ টায় প্রচার কার্যক্রম শুরু করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

নির্বাচনি প্রচার কার্যক্রম বিষয়ে সোমবার (১০ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এ তথ্য জানান।

পাশাপাশি একই দিন প্রধানমন্ত্রী সেখানে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন। এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন।

তবে ১২ ডিসেম্বর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেও ইশতেহার ঘোষণা হবে বিজয় দিবসের পর হবে বলে জানান জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ১৬ ডিসেম্বরের পর যে কোনো দিন এই ইশতেহার ঘোষণা করা হবে।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে আজ সোমবার ( ১০ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা।

একুশে/আরএইচ