বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

রাতেই দেশ ছাড়ছেন এরশাদ!

| প্রকাশিতঃ ১০ ডিসেম্বর ২০১৮ | ২:০২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ নানা নাটকীয়তার পর অবশেষে বিদেশ যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। চিকিৎসার জন্য আজ (সোমবার) রাতেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশত্যাগ করছেন তিনি।

তার একান্ত সচিব ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর অব. খালেদ আখতার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ (সোমবার) রাত ১০টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর যাচ্ছেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার সঙ্গে পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলুও যাবেন।

প্রসঙ্গত, এরশাদের অসুস্থতা নিয়ে গত কয়েকদিন ধরেই নানা গুঞ্জন চলছিল। এরই মধ্যে তিনি সিএমএইচে ভর্তি আছেন এমন খবরও শোনা গেছে। দলের নেতাকর্মীদের এক এক সময় তার স্বাস্থ্য সম্পর্কিত ভিন্ন তথ্য শোনা যাচ্ছে। প্রশ্ন ওঠে, দলের নেতাকর্মীদের তোপ থেকে বাঁচতেই তিনি নিজেকে আলাদা করে রেখেছেন। এমনকি তাকে বাসা ছেড়ে বাইরে বেরুতেও দেখা গেছে কম। ক’দিন ধরেই আলোচনা চলছিল যেকোনও সময় সিঙ্গাপুর যাবেন এরশাদ।

একুশে/আরএইচ