
নিজস্ব প্রতিবেদকঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দের পর আজ থেকে শুরু হয়ে গেছে নির্বাচনি প্রচারণা। কাল থেকে শুরু হবে বিএনপির তথা জাতীয় ঐক্যজোটের আনুষ্ঠানিক প্রচারণাও। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ধানের শীষের প্রার্থী।
সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ড. কর্ণেল (অব.) অলি আহমেদ,বীর বিক্রম, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম-১৬ আসনে বিএনপির প্রার্থী জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৩ আসনের সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-৮ আসনের আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ আসনের এনামুল হক এনাম, চট্টগ্রাম-১ আসনের নুরুল আমিন,চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ড.শাহাদাত হোসেনের পক্ষে এডভোকেট বদরুল আনোয়ার প্রমুখ।
খসরু বলেন, কাল থেকে আমরা গণসংযোগ করবো, ক্যাম্পেইন করবো- এতে যেন কোনো ধরনের বাধার সম্মুখীন না হই। আইনশৃঙ্খলা বাহিনীর সাংবিধানিক ভূমিকাটুকু পালন করছে কি-না তা দেখা হবে। সরকারদলীয় প্রার্থীরা দুই মাস আগে থেকে প্রচারণা চালিয়ে নির্বাচনী আইন লঙ্ঘন করছে। কিন্তু আমরা আইনের প্রতি সম্মান রেখে নির্বাচনী প্রচারণা থেকে বিরত থেকেছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবো, তাদের সহযোগিতা করবো। কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে কখনো শ্রদ্ধাশীল হবো না।

এদিকে সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, জনগণ এখন ভোট দিতে বদ্ধ পরিকর। তারা বলছে, এবারে কোনো শক্তি তাদের থামাতে পারবে না। সরকার জনগণের ভয়ে এবার ভিন্ন কৌশল নিয়েছে। বিএনপি প্রার্থীদের ঘরে ঘরে গিয়ে দেশের বাইরে চলে যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। কিন্তু আমরা পিছপা হবো না।
একুশে/আরএইচ