
ফাইল ছবি
ঢাকা : জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, সরকারের আয়ু শেষ হয়ে আসছে। ১০ থেকে ২০ দিন পর তারা সাধারণ নাগরিক হয়ে যাবেন বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের আয়োজনে সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় কামাল হোসেন এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণ ভোট দিতে না পারলে স্বাধীনতাই থাকবে না। ভোট মানুষের সাংবিধানিক অধিকার। তা ফিরে পেতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা হাজার কোটি টাকা লোপাট করে নিয়েছে তাদের ব্যাপারে এনবিআর-এর কোনো মাথাব্যথা নেই।
দেশের মানুষের স্বার্থে সময় থাকতে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে ভালো কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানান ড. কামাল।
জনগণের ভোটাধিকার নিয়ে ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা বলেন, ভোটাধিকার প্রয়োগ না করার শতভাগ ব্যর্থতা জনগণের নিজের। নীরব-নিষ্ক্রিয় হলে চলবে না। দেশের মালিক ১৮ কোটি মানুষ। এর অর্ধেকও যদি একত্র হয়ে মালিকানা নিজেরা ভোগ করতে চাই, তবে কেউ তা রুখতে পারবে না।
দেশে গণতন্ত্র নেই বলে মানবাধিকার নিশ্চিত হচ্ছে না-উল্লেখ করে তিনি বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড উদ্বেগজনকহারে বাড়ছে। সেইসঙ্গে বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের পর বিনাবিচারে হত্যার ঘটনাও। এছাড়া ৩১ ডিসেম্বর এর মধ্যে বিচার বহির্ভূত হত্যা, গুমের তদন্তে কমিটি গঠনেরও দাবি জানান ড. কামাল হোসেন।
একুশে/আরসি/এটি