
ঢাকা : বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন ঢাকা থেকে সড়কপথে টুঙ্গিপাড়া যাবেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করবেন শেখ হাসিনা।
এরপর টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় স্থানীয় আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন তিনি। বৃহস্পতিবার ঢাকায় ফেরার পথে রাজবাড়ী ও মানিকগঞ্জে জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি।
১৬ ডিসেম্বর বিজয় দিবসে পর দ্বিতীয় দফায় শেখ হাসিনার নির্বাচনী সফর শুরু হবে সিলেটে হজরত শাহজালাল ও শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত ও জনসভার মধ্য দিয়ে। পাশাপাশি সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোর, গাইবান্ধা, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনীসহ বেশ কয়েকটি জেলায় নির্বাচনি সফর করতে পারেন আওয়ামী লীগ সভাপতি।
এছাড়া ভিডিও কনফারেন্সেও ৩০০ আসনে গণসংযোগ করবেন আওয়ামী লীগ সভাপতি।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর সারাদেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন প্রার্থীরা। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রচারে মাত্র ১৮ দিন সময় সময় পাওয়া যাবে। এই স্বল্প সময়ের সর্বোত্তম ব্যবহার করতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিচ্ছে আওয়ামী লীগ। এছাড়া দলের নির্বাচনী প্রচারাভিযানে অংশ নেবেন অনেক তারকা শিল্পীও।
একুশে/আরসি/এটি