
চট্টগ্রাম : আমানত খান (রহ) এর মাজার জেয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী-হালিশহর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল নোমান।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় হযরত শাহ সুফি আমানত খান (রহ:) মাজার জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, বিএনপি নেতা জাহাঙ্গীর অালম চৌধুরী, অানোয়ার হোসেন, কাজী বেলাল, আবদুল মান্নান, ইয়াছিন চৌধুরী প্রমুখ।
আবদুল্লাহ আল নোমান বলেন, নির্বাচনের প্রচারণায় যাওয়ার অাগমুহূর্তেও নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তারা মামলা, গ্রেফতার করেও বিএনপির বিজয়কে থামাতে পারবে না। নির্বাচন কমিশনকে অনুরোধ করবো- আপনারা নিরপেক্ষ অাচরণ করেন।
একুশে/এটি