সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ডাকসু নির্বাচন : সরাসরি সম্প্রচার-ইলেট্রনিক ডিভাইস নিষিদ্ধ

| প্রকাশিতঃ ৮ মার্চ ২০১৯ | ২:৪৭ অপরাহ্ন

ঢাকা : আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচনী কার্যক্রম সরাসরি সম্প্রচার ও ভোটকেন্দ্রে ইলেট্রনিক ডিভাইসসহ সকল মোবাইল  ব্যবহারের ওপর নিষিদ্ধ আরোপ করা হয়েছে। পাশাপাশি ভোটের দিন দুপুর ২টার মধ্যে নিজ নিজ পরিচয়পত্র সাথে নিয়ে ভোটকেন্দ্র প্রবেশ করতে বলা হয়েছে। যারা এ নির্দিষ্ট সময়ের কেন্দ্রে প্রবেশ করবেন তারাই ভোট দিতে পারবেন।

শুক্রবার (৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবার প্রতিটি ভোটকেন্দ্রে আর্চওয়ে আই মেটাল ডিটেক্টর স্থাপন করা হবে। শিক্ষার্থীদের আইডি কার্ড দেখিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে। দুপুর ২টার মধ্যে যারা কেন্দ্রে প্রবেশ করবেন তাদের সকলেরই ভোট গ্রহণ করা হবে। ভোটার নিজের আইডিকার্ড দেখিয়ে ব্যালট পেপার সংগ্রহ করে প্রার্থীর নামের ডানপাশে নির্ধারিত ঘরে ক্রস (x) চিহ্ন দিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ বুথ ও প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা রাখা হবে।

একুশে/এসসি