
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নবনির্বাচিত ভিপি (সহ-সভাপতি) নুরুল হক নুরকে বরণ করে নিয়েছে ছাত্রলীগ।
মঙ্গলবার বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে তাকে বরণ করে নেন; এসময় দুইজন হাসিমুখে কোলাকুলি করেন।
ছাত্রলীগ সভাপতি ও ডাকসুর নবনির্বাচিত ভিপির এ সময় কথাবার্তা হয়। সেখানে ছাত্রলীগের নেতা-কর্মী ও অন্যান্য দলের নেতা-কর্মীরা উপস্থিত থাকলেও ডাকসুর নবনির্বাচিত জিএস (সাধারণ সম্পাদক) গোলাম রাব্বানীকে দেখা যায়নি।
ছাত্রলীগ সভাপতির সঙ্গে কোলাকুলির পর বিশ্ববিদ্যালয়ে নুরুল ক্লাস-পরীক্ষা বর্জন নিয়ে আগের দেওয়া ঘোষণা প্রত্যাহারের কথা জানান।
টিএসসি মিলনায়তনে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, আমি পারিনি কী হয়েছে, নুরুল হক পূরণ করবে। আমাদের সবার চাওয়া-পাওয়া নুরুল হক পূরণ করবে।
স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ যেন ঠিক থাকে সে জন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বানও জানান তিনি।
এ সময় নুরুল হক ছাত্রলীগ সভাপতির সঙ্গে সহমত পোষণ করেন। জবাবে নবনির্বাচিত ভিপি নুরুল হক বলেন, ‘ছাত্রলীগ আমাকে অভিনন্দন জানিয়েছে। আমি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। আমার ওপর ছাত্রলীগ যে হামলা করেছে, তা বিচারের দায়িত্ব আমি বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর ও ছাত্রলীগ সভাপতির ওপর দিলাম।’
পরে তিনি বলেন, ‘ক্লাস-পরীক্ষা বর্জনের যে ঘোষণা দিয়েছিলাম, সেটা প্রত্যাহার করে নিলাম।’
উল্লেখ্য, গতকাল সোমবার (১১ মার্চ) দীর্ঘ ২৮ বছর ১০ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বী দলগুলোর দিনভর অভিযোগ-পাল্টা অভিযোগ ও বেশ কিছু ছাত্র সংগঠন, প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জনের ঘোষণার পর রাতে ফল ঘোষণা হয়।
ঘোষিত ফল অনুযায়ী ১৮টি হল সংসদের ১২টিতে ভিপি ও ১৪টিতে জিএস পদে ছাত্রলীগ এবং ৬টিতে স্বতন্ত্ররা ভিপি পদে ও ৪টিতে জিএস পদে জয় লাভ করে। এরপর গভীর রাতে ডাকসু নির্বাচনের ফল ঘোষণা হলে জিএস, এজিএসসহ সিংহভাগ পদে ছাত্রলীগ জয় পেলেও ভিপি পদে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর জয়লাভ করেন।
এর প্রতিবাদে আজ ছাত্রলীগ নুরুল হকের পদে পুনঃভোট দাবি করে ভিসির বাসার সামনে অবস্থান ধর্মঘট করে এবং দুপুর ২টার দিকে তিনি ও তার সহকর্মীদের ধাওয়া করে। অন্যদিকে, ছাত্রদল ও বাম দলগুলো এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে আজ ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেছে।
তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান জানিয়েছেন, কোনও অবস্থাতেই নতুন করে নির্বাচন সম্ভব নয়। আইন তা সমর্থন করে না। এরপর ছাত্রলীগ সভাপতি ও ভিপি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেজওয়ানুল হক শোভনের উদ্যোগে পরিস্থিতি শান্ত হয়। তার এ উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা প্রশমনে ভূমিকা রাখবে বলে ধারণা শিক্ষার্থীদের।
ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পান ৯ হাজার ১২৯ ভোট।