শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিরাপদ সড়কের দাবিতে চবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিতঃ ২১ মার্চ ২০১৯ | ৩:০৮ অপরাহ্ন

 

চবি প্রতিনিধি : নিরাপদ সড়ক, বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট এলাকায় স্প্রিড ব্রেকার ও ফ্রুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট এলাকায় পরিসংখ্যান বিভাগের (১৫-১৬) শিক্ষাবর্ষের শিক্ষার্থী রবিউল হোসানের (হৃদয়) আহতের ঘটনাকে কেন্দ্র করে এই বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবি জানিয়ে প্রশাসনকে সড়ক দূর্ঘটনা বন্ধে যথাযত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানায়। এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ১ নাম্বার গেইট এলাকায় ফ্রুটওভার ব্রিজ ও স্প্রিড ব্রেকার নির্মাণের দাবি জানায়। এছাড়া গতকাল রাতে শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার নিন্দা জানিয়ে এর সুষ্ঠ বিচারের দাবি করে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বিক্ষোভ সমাবেশে পৌঁছে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে তাদের দাবিগুলো মেনে নিয়ে কাল থেকে কাজ শুরুর আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত ঘোষণা করে।

একুশে/আইএস/এসসি