সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদের সিদ্ধান্ত পরবর্তী সভায়

| প্রকাশিতঃ ২৩ মার্চ ২০১৯ | ৩:৫৪ অপরাহ্ন

ঢাকা : শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্যপদ দেয়ার প্রস্তাব নিয়ে পরবর্তী সভায় সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শনিবার (২৩ মার্চ) দুপুরে ডাকসু ভবনে সভা শেষে একথা জানান তিনি।

তিনি বলেন, সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সম্মাননা সদস্যপদ দেয়ার প্রস্তাব এসেছে। এ বিষয়ে সবাই সম্মতি দিয়েছে। তবে প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সম্মাননা সদস্য পদ প্রদানের বিষয়ে আইনি ভাষা কী রয়েছে তাও দেখার বিষয় রয়েছে। এটি একেবারেই আনুষ্ঠানিকভাবে পরবর্তী সভায় গঠনতন্ত্র দেখে আমরা সিদ্ধান্তের কথা জানাবো।

এদিকে প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাবে আপত্তি জানিয়ে নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সম্মানিত ব্যক্তি। তিনি রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধান। সুতরাং আমরা বলেছি যে, ডাকসুর আজীবন সদস্য পদ দেয়াটা তার জন্য বড় কিছু নয়। যেখানে এ নির্বাচনকে নিয়ে বিতর্কিত একটি অবস্থান রয়েছে, আমরা যখন দায়িত্ব নিচ্ছি শিক্ষার্থীরা, আমার ভাইয়েরা বোনেরা পুন:নির্বাচনের দাবিতে বিক্ষোভ করছেন, মিছিল করছেন। সুতরাং সেখানে তাঁরমতো একজন সম্মানিত ব্যক্তিকে সদস্য করা ঠিক হবে না।

এ বিষয়ে জিএস গোলাম রাব্বানী বলেন, যেখানে অধিকাংশ সদস্য মত দিয়েছেন সেখানে একজনের আপত্তি গ্রহণযোগ্য নয়। প্রস্তাবে ডাকসুর ২৫ সদস্যের বডির ২৩ জন সরাসরি সমর্থন করেছেন। একমাত্র ভিপি নুর ছাড়া। সুতরাং ডেমোক্র্যাটিক ওয়েতে তার বক্তব্য গ্রহণযোগ্য হয়নি। ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে সদস্য পদ দেয়ার সিদ্ধান্তটি গৃহিত হয়ে গেছে।

একুশে/এসসি