সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

দীর্ঘ ২৮ বছর পর সচল হলো ডাকসু

| প্রকাশিতঃ ২৩ মার্চ ২০১৯ | ৫:৫৮ অপরাহ্ন

ঢাকা : নির্বাচিত নেতাদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ ২৮ বছর পর সচল হল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু।

শনিবার (২৩ মারর্চ) ডাকসু ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্ব অনুষ্ঠিত সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন নব-নির্বাচিত সদস্যরা।

ডাকসুর ভিপি নুরুল হক নূর ও তার প্যানেল থেকে বিজয়ী সমাজ সেবা সম্পাদকসহ ছাত্রলীগের প্যানেল থেকে বিজয়ী সদস্যরা সভায় অংশ নেন। আর এ সভার মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করল ডাকসুর নব-নির্বাচিত সদস্যরা।

একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলসংসদ নির্বাচনের সদস্যরাও তাদের দায়িত্ব বুঝে নেন। বিভিন্ন হলে আয়োজিত অনুষ্ঠানে হলকর্তৃপক্ষ তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়।

এদিকে, ডাকসুর প্রথম সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ প্রদান করার প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবটি উত্থাপন করেন ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিনা অর্ণি। এ প্রস্তাবে আপত্তি জানান ডাকসুর ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। এই দুজন ছাড়া ডাকসুর বাকি সদস্যরা এ প্রস্তাবে সমর্থন দেন।

প্রস্তাবে আপত্তি জানিয়ে নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সম্মানিত ব্যক্তি। এই বিতর্কিত নির্বাচনের মাধ্যমে যে ডাকসু, সেখানে তার মতো সম্মানিত ব্যক্তিকে সদস্য করা ঠিক হবে না।

এ বিষয়ে জিএস গোলাম রাব্বানী বলেন, যেখানে অধিকাংশ সদস্য মত দিয়েছেন সেখানে একজনের আপত্তি গ্রহণযোগ্য নয়।

এর আগে বেলা ১১টার কিছু পর ডাকসু ভবনের দ্বিতীয় তলায় ডাকসুর কার্যকরী সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ডাকসুর জিএস গোলাম রব্বানী। এরপর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর রাব্বানী কেন্দ্রীয় সংসদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। সে সময় জিএস সভাপতির কাছে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের অনুমতি নেন। এক বছরের জন্য অনুমতি দেন ভিসি ড. আখতারুজ্জামান।

অন্যদিকে, আবারো ডাকসুর নির্বাচন এবং সভাপতি ও কোষাধক্ষ্য পদে ছাত্রপ্রতিনিধি থাকার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্রফেডারেশন। একই দাবিতে ক্যাম্পাসে মিছিল করেছে জাসদ ছাত্রলীগ। ডাকসু নির্বাচন বর্জন ও পুনঃনির্বাচনের দাবিতে মৌন মিছিল করে ছাত্রদল।

একুশে/আরসি/এসসি