বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

আফগানিস্তানে তালেবানের হামলায় নিহত ২০ সেনা

| প্রকাশিতঃ ৫ এপ্রিল ২০১৯ | ৭:২৭ অপরাহ্ন


আফগানিস্তান: আফগানিস্তানে সামরিক বাহিনীর কমপাউন্ডে তালেবানের হামলায় অন্তত ২০ সেনা সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) পশ্চিমাঞ্চলের বাদঘীস প্রদেশে সশস্ত্র তালেবান ঝটিকা হামলা চালালো এ হতাহতের ঘটনা ঘটে।

একই দিনে আরো কয়েকটি জায়গায় হামলা চালানোর খবর প্রকাশ করে মার্কিন বার্তাসংস্থা এপি।

এরই মধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে তালেবান গোষ্ঠী।

সম্প্রতি, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা থেকে কোন আশানুরূপ ফল না আসায় দেশটিতে এখনো অস্থিরতা বিরাজ করছে।