বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

পর্তুগালে পর্যটকবাহী বাস খাদে, নিহত ২৮

| প্রকাশিতঃ ১৮ এপ্রিল ২০১৯ | ৭:৪২ পূর্বাহ্ন


পর্তুগালঃ পর্তুগালে একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন।

স্থানীয় সময় বুধবার দেশটির কানিকো শহরের কাছে এই সড়ক দুর্ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের।

জানা গেছে, একটি জংশনে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তা খাদে পড়ে উল্টে যায়। এতে ২৮ জন নিহত হয়। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ ও ১৭ জন নারী।

স্থানীয় মেয়র ফিলিপ সৌসা বলেন, বাসটিতে মোট ৫৫ জন যাত্রী ছিলেন। তাদের বেশিরভাগ যাত্রী জার্মান পর্যটক ছিলেন। তবে হতাহতদের মধ্যে স্থানীয় মানুষেরাও থাকতে পারেন।