বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

শ্রীলংকায় হামলার নিন্দায় এরদোয়ান

| প্রকাশিতঃ ২১ এপ্রিল ২০১৯ | ৭:৪৪ অপরাহ্ন


শ্রীলংকা: শ্রীলংকার বোমা হামলার বিশ্বব্যাপী নিন্দায় কণ্ঠস্বর মিলিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান।

এক টুইটবার্তায় তিনি লিখেছেন: “শ্রীলংকাতে ইস্টারের সময় যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, আমি কঠোর ভাষায় তার নিন্দা করছি। এটা মানবতার ওপর আঘাত।”

“তুর্কী জনগণের পক্ষ থেকে আমি সহিংসতার শিকার ব্যক্তিদের পরিবার এবং শ্রীলংকার জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

“এই ঘটনায় যারা আহত হয়েছেন, আশা করছি তারা দ্রুত আরোগ্য লাভ করবেন।”

সকালে তিনটি হোটেল ও তিনটি গির্জায় ছয়টি বোমা বিস্ফোরণের পর বিকেলে আরেকটি হোটেলসহ দু’টি স্থানে হামলা হয়েছে। এতে এখন পর্যন্ত ২০৭ জন মানুষের প্রাণ ঝরেছে। এদের মধ্যে ৩৫ জন বিদেশিও রয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।

এছাড়া নিখোঁজ রয়েছেন বেশ কিছু লোক, যাদের মধ্যে দুই বাংলাদেশিও আছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।