
শ্রীলঙ্কা: শ্রীলঙ্কার পুলিশ বিস্ফোরক আছে এই সন্দেহে যানবাহনে তল্লাশি চালাচ্ছে। দেশটির গোয়েন্দা সংস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব শাখাকে এ বিষয়ে সতর্ক করে দিয়েছে।
তারা জানিয়েছে, বিস্ফোরকবাহী মোটরসাইকেলসহ বেশ কিছু যানবাহন রাজধানী কলম্বোয় প্রবেশ করেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে নিউ ইয়র্ক পোস্ট।
গত রবিবার শ্রীলঙ্কার চার্চ ও হোটেলে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ৩৫০ জনের বেশি মানুষ। হামলাকারীরা সবাই শ্রীলঙ্কান নাগরিক বলে জানিয়েছে দেশটির সরকার। এ হামলার দায় শিকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট।