বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

পাকিস্তানিদের উপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপ

| প্রকাশিতঃ ২৮ এপ্রিল ২০১৯ | ২:৪৬ অপরাহ্ন

আন্তর্জাতিক : পাকিস্তানের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অবৈধভাবে থাকা নাগরিকদের ফেরত না নেয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ খবর: ভারতীয় গণমাধ্যম কলকাতা২৪।

পাকিস্তানের বিরুদ্ধে লাগাতার সন্ত্রাসবাদকে মদত দেওয়ার অভিযোগ উঠেছে৷ এতে ক্ষুব্ধ মার্কিন যুক্তরাষ্ট্র৷ ওয়াশিংটনের তরফে বারে বারে ইসলামাবাদকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

এদিকে পাকিস্তানিদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত ঘিরে নতুন করে উত্তপ্ত হচ্ছে পাক রাজনীতি৷ বিভিন্ন ব্যবসায়িক লেনদেন ও উচ্চশিক্ষার জন্য বহু পাকিস্তানি ভিসা নিয়ে আমেরিকায় যেতে ইচ্ছুক৷ সেই প্রক্রিয়ায় বিরাট বাধা পড়ে গেল৷ মার্কিন সরকারের ভূমিকায় চিন্তিত পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ তাঁর কূটনৈতিক পদক্ষেপ ধাক্কা খেল বলেই মনে করা হচ্ছে৷

এ পর্যন্ত মার্কিন ভিসা নিষেধাজ্ঞার কোপে পড়েছে দশটি দেশ। ২০০১ সালে ঘানা ও গায়ানা, ২০১৬ সালে গাম্বিয়া, ২০১৭ সালে কম্বোডিয়া, ইরিট্রিয়া, গায়ানা ও সিয়েরা লিওন এবং ২০১৮ সালে সর্বশেষ মায়ানমার ও লাওসের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

একুশে/ডেস্ক/এসসি