বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

ব্রাজিলে বারে ঢুকে গুলি, নিহত ১১

| প্রকাশিতঃ ২০ মে ২০১৯ | ২:৫৬ অপরাহ্ন

আন্তর্জাতিক : ব্রাজিলের উত্তরাঞ্চলীয় শহর বেলেমের একটি মদের দোকানে খদ্দিদারদের লক্ষ্য করে সশস্ত্র একটি গোষ্ঠীর ছোড়া গুলিতে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় রোববার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রকাশ করা হয়নি নিহতদের পরিচয়। হামলার সম্ভাব্য কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

গতকাল (রোববার) পারা রাজ্যের রাজধানীর সহিংসতাপূর্ণ দরিদ্র এলাকা গুয়ামায় এ ঘটনা ঘটে; এতে আরো একজন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জি-ওয়ান নিউজ ওয়েবসাইট জানিয়েছে, গাড়ি ও মোটরসাইকেল যোগে আসা ওই সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা মুখোশ পড়া ছিল, তাদের গুলিতে ছয় নারী ও পাঁচ পুরুষ নিহত হন।

গুলির ঘটনার পর ধারণ করা কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে, সেখানে দেখা গেছে নিহত লোকজন দোকানটির মেঝেতে পড়ে রয়েছেন, মৃত এক নারী বারের কাউন্টারের ওপর পড়ে আছেন।

বেলেম মহানগরের সবচেয়ে সহিংসতা কবলিত সাতটি এলাকার মধ্যে গুয়ামা একটি। এসব এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মার্চে শহরটিতে কেন্দ্রীয় সেনা পাঠানো হয়েছিল।

একুশে/ডেস্ক/এসসি