বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

পদত্যাগ করছেন রাহুল!

| প্রকাশিতঃ ২৩ মে ২০১৯ | ১১:৫৩ অপরাহ্ন

সপ্তদশ লোকসভা নির্বাচনে লজ্জাজনক হারের পর ভারত কংগ্রেসের বর্তমান সভাপতি রাহুল গান্ধী নিজেকে পদ থেকে সরিয়ে নেওয়র প্রস্তাব করেছেন।

কংগ্রেসর একটি দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। মাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের পর কংগ্রেসের সিনিয়র নেতাদের রাহুল জানিয়েছেন, নির্বাচনে হারের পুরো দায় তার। এ জন্য দলীয় প্রধান পদ থেকে সরে দাঁড়াতে চাচ্ছেন তিনি।

তবে রাহুলের এমন সিদ্ধান্তের খবরটি উড়িয়ে দিয়েছেন কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সিং। তবে দলটির একটি সূত্র জানিয়েছে, রাহুলের প্রস্তাব নিয়ে আলোচনা করতে সপ্তাহখানেকের মধ্যেই বৈঠকে বসতে পারে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি।

দেড় মাসব্যাপী লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে নিজ আসনে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে হেরে গেছেন রাহুল। তবে কেরালার ওয়েনাড আসন থেকে জয় লাভ করেছেন গান্ধী পরিবারের এই উত্তরসূরি।