মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

হাটহাজারীতে বিদ‌্যুতের তারে জড়িয়ে হাতির মৃত‌্যু

| প্রকাশিতঃ ১০ অক্টোবর ২০১৬ | ১:২২ পূর্বাহ্ন

চট্টগ্রাম: হাটহাজারীর কুয়াইশ এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে একটি পোষা হাতি। এর আগে রোববার সন্ধ্যায় কুয়াইশ সিটি করপোরেশন কলেজের পেছনের কয়েকটি বাড়িতে হাতিটির আক্রমণে কয়েকটি বাড়ি বিধ্বস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাণ্ডব চালানোর এক পর্যায়ে বিদ্যুতের খুঁটি উপড়ে ফেললে তারে জড়িয়ে হাতিটির মৃত্যু হয়।

হাটহাজারী থানার এসআই ইখতিয়ার উদ্দিন বলেন, কয়েকটি পোষা হাতিকে কুয়াইশ কলেজের পেছনে বেঁধে রেখে মাহুত চা খেতে গেলে এ বিপত্তি ঘটে। একটি হাতি রশি ছিড়ে গ্রামের ভেতরে ঢুকে পড়ে। ছল্লার বর বাড়ি, মোনাফ সওদাগরের বাড়িতে হাতির তাণ্ডবে কয়েকটি ঘর ভেঙে পড়েছে। এক পর্যায়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে তারে জড়িয়ে হাতিটি একটি ডোবায় পড়ে যায় এবং সেখানে এর মৃত্যু ঘটে।