শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের মামলায় চবি কর্মচারীর জামিন

প্রকাশিতঃ ১৩ জুন ২০১৯ | ৪:২২ অপরাহ্ন


চট্টগ্রাম: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আইসিটি আইনে দায়ের করা এক মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হিসাব শাখার ঊর্ধ্বতন সহকারী নিবারণ বড়ুয়াকে জামিন দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিবলু কুমার দে’র আদালত এই আদেশ দিয়েছেন বলে জানান চট্টগ্রাম জেলা আদালতের পরিদর্শক (প্রসিকিউশন) বিজন কুমার বড়ুয়া।

তিনি বলেন, হাটহাজারী থানায় দায়ের করা আইসিটি আইনের একটি মামলায় গ্রেপ্তারের পর গত ১০ জুন নিবারণ বড়ুয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। আজ তার জামিন শুনানির পর মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করে আদালত।

এর আগে গত ২৯ মে নিবারণ বড়ুয়াকে আসামি করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও বঙ্গবন্ধু পরিষদ চবি শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান হাটহাজারী থানায় আইসিটি আইনে মামলা করেন।

ফেইসবুকে একটি স্ট্যাটাসের মধ্য দিয়ে নিবারণ বড়ুয়া ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

এরপর গত ১০ জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নিবারণকে উক্ত মামলায় গ্রেপ্তার করে হাটহাজারী থানা পুলিশ।

নিবারণ বড়ুয়া বান্দরবানের লামা উপজেলার রাজবাড়ী গ্রামের মৃত সত্যবোধি বড়ুয়ার ছেলে। তিনি তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে চবির হিসাব শাখায় ঊর্ধ্বতন সহকারী হিসেবে কর্মরত ছিলেন।