বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

প্রতিমা বিসর্জন দিতে সৈকতে পুণ্যার্থীদের ভিড়

| প্রকাশিতঃ ১১ অক্টোবর ২০১৬ | ৫:২২ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিজয়া দশমীতে পতেঙ্গা সমুদ্রসৈকতে প্রায় দুইশ মন্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ উপলক্ষে সৈকতে অসংখ্য পুণ্যার্থী ও ভক্তের সমাগম ঘটে।

জানা যায়, মঙ্গলবার দুপুর থেকে নগর ও বিভিন্ন এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা দেবী দুর্গার প্রতিমা নিয়ে জয়ধ্বনি করতে করতে ট্রাকযোগে বিসর্জনের জন্য পতেঙ্গা সমুদ্রসৈকতে আসতে থাকেন। পতেঙ্গা সৈকতে প্রথম ভাসানো হয় ডবলমুরিং থানার দেওয়ানেশ্বরী কালী মন্দিরের প্রতিমা। বেলা আড়াইটার মধ্যে ১০টি প্রতিমা সাগরের জোয়ারে ভাসানো হয়।

এদিকে নগরীর পাথরঘাটাসংলগ্ন কর্ণফুলী নদীর বারুণী ¯œানঘাট, আনোয়ারা উপজেলার পারকী সমুদ্রসৈকত, সীতাকুন্ড সদর এলাকার একাধিক পুকুর, ফৌজদারহাট সমুদ্রসৈকতসহ বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

প্রতিমা বিসর্জন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন সৈকত এলাকায় স্বেচ্ছাসেবী মোতায়েন করে। পূজামন্ডপ থেকে পতেঙ্গা পর্যন্ত পথে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয় পুলিশ।