
চট্টগ্রাম: একাদশে ভর্তিতে ২য় দফায় আবেদন শুরু হচ্ছে আজ বুধবার (১৯ জুন) থেকে। আগামীকাল ২০ জুন পর্যন্ত এ আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
প্রথম মেধা তালিকায় ঠাঁই না পাওয়া এবং আগে আবেদন করেননি এমন শিক্ষার্থীদের এসময় নতুন করে আবেদন করতে হবে।
একইসাথে প্রথম মেধা তালিকায় মনোনীত হওয়ার পরও ভর্তি নিশ্চায়ন না করা শিক্ষার্থীদেরও এই সময়ে নতুন করে আবেদন করতে হবে।
এছাড়া ভর্তি নিশ্চায়ন করা কোন শিক্ষার্থীও চাইলে নিশ্চায়ন বাতিল করে পুনরায় আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে নিশ্চায়ন বাতিলের যৌক্তিক কারণ উল্লেখ করে শিক্ষাবোর্ডের কলেজ শাখায় আবেদন করতে হবে।
আবেদনের সময় এসএসসির রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রের ফটোকপি জমা দিতে হবে। আর মূল কপি শিক্ষার্থীর সঙ্গে রাখতে হবে। নিশ্চায়ন বাতিলের কারণ যৌক্তিক প্রতীয়মান হলে ওই শিক্ষার্থীর নিশ্চায়ন বাতিল করা হবে। আর নিশ্চায়ন বাতিল হলে ওই শিক্ষার্থী পুনরায় নতুন করে আবেদন করতে পারবেন।
আজ বুধবার (১৯ জুন) পর্যন্ত নিশ্চায়ন বাতিলে আবেদন করা যাবে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত দ্বিতীয় দফায় আবেদন গ্রহন শেষে ১ম দফায় মাইগ্রেশনের ফল ও দ্বিতীয় দফায় মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ২১ জুন। মাইগ্রেশন হবে স্বয়ংক্রিয়। মাইগ্রেশনের জন্য আলাদা করে আবেদনের সুযোগ রাখা হয়নি এবার। দ্বিতীয় তালিকায় ভর্তির জন্য মনোনীতদের ২২ জুন থেকে ২৩ জুন নিশ্চায়ন সম্পন্ন করতে হবে।
২য় দফায় মনোনীতদের নিশ্চায়ন প্রক্রিয়া শেষে ৩য় দফায় আবেদনের সুযোগ থাকছে ২৪ জুন। আবেদন গ্রহন শেষে ২য় দফায় মাইগ্রেশনের ফল ও ৩য় দফায় মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ২৫ জুন।
৩য় তালিকায় মনোনীতদের নিশ্চায়ন করতে হবে ২৬ জুনের মধ্যে। নিশ্চায়ন প্রক্রিয়া শেষে ভর্তি কার্যক্রম শুরু হবে ২৭ জুন। ৩০ জুন পর্যন্ত এই ভর্তি কার্যক্রম চলবে। আর ক্লাস শুরু হবে ১ জুলাই।