
ক্রিকেট : টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া দলপতি অ্যারন ফিঞ্চ। বৃহস্পতিবার (২০ জুন) ট্রেন্ট ব্রিজে এই বিশ্বাস নিয়ে টস হেরে ফিল্ডিং করছিল বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে ৭ ওভার শেষে অজিরা সংগ্রহ করেছে ৩৬ রান। অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার ক্রিজে আছেন।
এর আগে টনটনে সোমবার (১৭ জুন) ওয়েস্ট ইন্ডিজকে বীরোচিত ৭ উইকেটে জয়ের পর সারা বিশ্বের ক্রিকেটবোদ্ধাদের প্রশংসায় ভাসছে বাংলাদেশ। ৩২২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মাশরাফিবাহিনী। এত রানের চাপের মধ্যেও সাকিব, তামিম, লিটনদের ব্যাটিং দুশ্চিন্তার কারণ হয়েছে অজিদের জন্য।
অপর দিকে ওয়ার্নার এবং ফিঞ্চের দারুন ফর্ম ভাবনার কারণ টাইগারদের জন্য। অজিদের পেস অ্যাটাকে আছে মিচেল স্টার্ক, প্যাট কামিন্সের মত বোলার যাদেরকে মোকাবেলা করে এই ম্যাচে জয়ী হতে হবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয় কার্ডিফের সোফিয়া গার্ডেনসে। ২০০৫ সালে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে জিতেছিল বাংলাদেশ। সব মিলিয়ে ২১ ম্যাচের লড়াইয়ে ওই একবারই জিততে পেরেছে টাইগাররা। দুটি ম্যাচে অবশ্য ফল হয়নি।
এই ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এনেছে। সাইফুদ্দিনের ইনজুরিতে প্রথমবারের মত সুযোগ পেয়েছে রুবেল হোসেন। মোসাদ্দেক সৈকতের পরিবর্তে দলে এসেছে সাব্বির রহমান।
অস্ট্রেলিয়া দলে ফিরেছে নাথান কোল্টার নাইল।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট কিপার), লিটন দাস, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মেহদি হাসান, মাশরাফি মুর্তজা (সি), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (সি), উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোনিস, অ্যালেক্স কেরি (উইকেট কিপার), নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জম্পা।
একুশে/এসসি