বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

দেড় হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৭১

| প্রকাশিতঃ ১১ অক্টোবর ২০১৬ | ১২:৪৩ অপরাহ্ন

CMPচট্টগ্রাম: নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৬৫৭ পিস ইয়াবা, ১০০ লিটার চোলাই মদ ও এক কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পরিচালিত এ অভিযানে পুলিশ ৭১ আসামিকে গ্রেফতার করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬টি মামলা দায়ের করা হয়েছে।

নগর পুলিশের সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সদরঘাট থানা পুলিশ ২টি কার্তুজ উদ্ধার করে। অভিযানে মোট ৭১ জন আসামিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে জিআর মামলার আসামী ৯, সিআর ১০ ও একজন সাজাপ্রাপ্ত আসামি রয়েছে।