সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

আফগানকে ২২৫ রানের টার্গেট ভারতের

| প্রকাশিতঃ ২২ জুন ২০১৯ | ৭:৩২ অপরাহ্ন

ক্রিকেট : ইংল্যান্ড বিশ্বকাপের ২৮ তম ম্যাচে আফগানিস্তানের ২২৫ রানের টার্গেট দেয় ভারত।

শনিবার (২২ জুন) সাউদাম্পটনের রোজ বোলে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইন্ডিয়ান দলপতি বিরাট কোহলি। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত দল ভারত। রোহিত, কোহলি, লোকেশ রাহুল, হার্দিক পান্ডেরা আছেন দারুন ফর্মে থাকলেও ব্যাটিংয়ে তেমন কারিশমা দেখাতে পারেননি কোহলি ছাড়া কেউ। কোহলি ৬৩ বল খেলে ৬৭ রান করেন। বিজয় শংকর করেন ২৯ ও ধোনি করেন ২৮ রান।

৫০ ওভার ব্যাটিং করে ৮ উইকেটে মাত্র ২২৪ রান তুলতে পেরেছে বিশ্বকাপের ফেবারিটরা।

একুশে/এসসি