চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ট্রাফিক আইন ভঙ্গের কারণে ট্রাফিক বিভাগ কর্তৃক পরিচালিত অভিযানে একদিনেই ৩২০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার ভোর ৬ টা থেকে বৃহস্পতিবার ভোর ৬ টা পর্যন্ত পরিচালিত অভিযানে এ মামলাগুলো দায়ের করা হয়।
এর মধ্যে সিএনজি সংক্রান্ত মামলার সংখ্যা ৯৮টি, কাগজপত্রবিহীন গাড়ী আটক করা হয় ৬টি এবং সিএনজি অটোরিকসা আটকের সংখ্যা ০২টি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) আনোয়ার হোসাইন জানান, সিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক পরিচালিত অভিযানে ৩২০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও বিগত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ৪০ জন আসামী গ্রেফতার, ১৯৫০ পিস ইয়াবা, ২০ লিটার মদ, ১ কেজি গাঁজা ও ১৪০টি অশ্লীল সিডি জব্দ করেছে পুলিশ।