বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইমরান খান

| প্রকাশিতঃ ২৯ জুন ২০১৯ | ৭:১৯ অপরাহ্ন


ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ৫ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী ২০ জুলাই এ সফরের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর দফতরের বরাত দিয়ে ডন উর্দুজানিয়েছে, আগামী ২০ জুলাই প্রধানমন্ত্রী ইমরান খান ওয়াশিংটন সফর করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেশিসহ অন্যান্যদেরও থাকার কথা রয়েছে।

এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুন মাসেই প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু বাজেটের কারণে এ মাসে যাওয়া সম্ভব হয়নি।

মাহমুদ কোরেশি আরও বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান ডোনাল্ড ট্রাম্প ছাড়াও অন্যান্য দায়িত্বশীলদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্তপূর্ণ আলোচনা করবেন।