শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কাবুলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪০

প্রকাশিতঃ ১ জুলাই ২০১৯ | ৬:১১ অপরাহ্ন

কাবুল : আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে বহু শিশু। একটি বেসরকারি যুদ্ধ জাদুঘর, টেলিভিশন স্টেশন এবং একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলা করাই ছিল হামলাকারীদের মূল লক্ষ্যবস্তু এমন খবর প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।

খবরে বলা হয়, দুটি হামলার মধ্যে একটি ছিলো গাড়ি বোমা হামলা ও অন্যটি বন্দুকধারীদের নের্তৃত্বে জঙ্গি হামলা। এদিন আমেরিকা ও তালেবান আলোচকরা কাতারে দ্বিতীয় দিনের মতো মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে একটি চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছিলেন।

এদিকে নিহতদের মধ্যে ৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৩৪ জন বেসামরিক নাগরিক বলে জানিয়েছে কাবুলের একজন প্রতিরক্ষা কর্মকর্তা। তিনি বলেন, আহতদের মধ্যে অন্তত ৬৩ জন বেসামরিক নাগরিক রয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

একুশে/ডেস্ক/এসসি