শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে টিম ইন্ডিয়া অসাধারণ খেলেছে : মোদি

প্রকাশিতঃ ১১ জুলাই ২০১৯ | ১০:৪৮ পূর্বাহ্ন


ভারত: বৃষ্টির কারণে খেলা গড়ায় রিজার্ভ ডেতে। বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৩৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ২২১ রানে গুঁড়িয়ে যায় টিম ইন্ডিয়া।

ফলে ১৮ রানের রোমাঞ্চকর জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠেন কিউইরা। আর বিদায় নিশ্চিত হয় মেন ইন ব্লুদের।

স্বভাবতই হতাশ ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিরা। সবাই মনোক্ষুণ্ণ। তবে নিরাশ নন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেমিফাইনাল থেকে ছিটকে পড়ার পর টুইটবার্তায় তিনি বলেন, প্রত্যাশা অনুযায়ী ফল হয়নি ঠিকই, তবে টিম ইন্ডিয়ার লড়াকু মনোভাব দেখে আমি মুগ্ধ। প্রতিযোগিতাজুড়ে অসাধারণ খেলেছে ভারত। হারজিত তো খেলারই অংশ।

ফাইনালে ওঠার ম্যাচে লক্ষ্যটা নাগালের মধ্যেই ছিল ভারতের। টি-টোয়েন্টি যুগে ২৪০ রানের টার্গেটটা আহামরি কিছু নয়।

তবে নিউজিল্যান্ড পেসারদের গতি আর সুইংয়ের মুখে দাঁড়াতে পারেননি তারা। মাত্র ৯২ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়েন মেন ইন ব্লুরা।

পরে প্রতিরোধ গড়ে তোলেন রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি। তবে একপর্যায়ে জাদেজা (৭৭) ও ধোনির (৫০) লড়াইও থামে।

মূলত সেখানেই তাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। এর আগে কেন উইলিয়ামসনের ৬৭ ও রস টেইলরের ৭৪ রানে লড়াকু সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড।