
চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৭নং পশ্চিম পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর শূণ্য পদে অনুষ্ঠিত উপ-নির্বাচনে বহিরাগত ৪৬ জনকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ। আটকেরা নির্বাচনী কাজ করতে এসেছে বলছে পুলিশ। নির্বাচন শুরু হওয়ার পর নির্বাচনী এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা দক্ষিণ চট্টগ্রাম থেকে দুটি বাসযোগে এসেছে বলছে
বৃহস্পতিবার (২৫ জুলাই) নির্বাচনী এলাকায় তাদেরকে আটক করা হয়েছে জানায় বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন।
তিনি বলেন, দক্ষিণ চট্টগ্রাম থেকে দুই বাস ভর্তি ৪৬ জন ব্যক্তি উপ-নির্বাচনে কাজ করার জন্য আসছিল। খবর পেয়ে আমরা তাদেরকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নির্বাচনে কাজ করার জন্য আসার কথা স্বীকার করেছে।
একুশে/এসসি