বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

| প্রকাশিতঃ ১৯ অক্টোবর ২০১৬ | ২:১৬ অপরাহ্ন

arrest Handcuffsচট্টগ্রাম: মিরসরাইয়ে চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার বড়তাকিয়া বাজার ও মিরসরাই পৌর সদরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো মো.জসীম উদ্দিন ও মো. হানিফ।

মিরসরাই থানার উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম জানান, আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের নামে মিরসরাই থানার মাদক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। আটককৃতদের বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।