শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বান্দরবানে আ.লীগ নেতা খুনের ঘটনায় জেএসএস’র বিরুদ্ধে মামলা

প্রকাশিতঃ ২৮ জুলাই ২০১৯ | ২:১৩ অপরাহ্ন

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মংমংথোয়াই মারমা হত্যাকান্ডের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর অজ্ঞাতনামা ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বড় ভাই চাইহ্লা উ মারমা বাদি হয়ে সদর থানায় হত্যা মামলাটি করেছেন বলে জানায় পুলিশ।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, নিহতের বড় ভাই আ’লীগের নেতা মংমংথোয়াই হত্যা ঘটনায় তার বড় ভাই বাদি হয়ে থানাঢয় একটি হত্যা মামলা করেছে। ,মামলায় পনেরজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে তৎপর রয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার (২১ জুলাই) দুপুরে জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে উপজেলা পার্যায়ে এক প্রস্তুতি সভা শেষে ফেরার পথে দুবৃত্ত সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হন মংমংথোয়াই মারমা। তিনি রোয়াংছড়ি উপজেলা তারাছা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

একুশে/এসসি