বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ছাদ থেকে পড়ে নিহত ১

| প্রকাশিতঃ ১৯ অক্টোবর ২০১৬ | ৫:০২ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরীর ইপিজেড় থানার নয়াহাট এলাকার একটি ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ হোসেন নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি ঐ ভবনের তত্ত্বাবধায়ক এবং পানির লাইন ঠিক করতে গিয়ে ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ইপিজেড থানার ওসি বলেন, বুধবার দুপুরে পানির লাইনের সমস্যা দেখতে গিয়ে পাঁচতলা ভবনটির ছাদ থেকে অসতর্কতাবশত নিচে পড়ে যান হোসেন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। নিহত হোসেনের বাড়ি জেলার ফটিকছড়িতে বলে জানান তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া বলেন, হোসেনকে আহত অবস্থায় চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।