সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

১৪ কোম্পানির পাস্তুরিত দুধ বিক্রিতে বাধা নেই

| প্রকাশিতঃ ৩১ জুলাই ২০১৯ | ৮:৪৩ অপরাহ্ন

ঢাকা : আগামী পাঁচ সপ্তাহের জন্য ১৪টি কোম্পানির পাস্তুরিত দুধ বিক্রিতে স্থগিত ঘোষণা করা হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।

বুধবার (৩১ জুলাই) চেম্বার বিচারপতি নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল আদালত এ আদেশ দেন।

ফলে ওইসব কোম্পানির দুধ উৎপাদন, বাজারজাত ও কেনাবেচায় আর বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে কোম্পানিগুলোর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে ২৮ জুলাই বিএসটিআই অনুমোদিত ১৪টি পাস্তুরিত দুধ কোম্পানির ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে এসব কোম্পানির দুধ বাজার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত।

একুশে/ডেস্ক/এসসি