বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

| প্রকাশিতঃ ২০ অক্টোবর ২০১৬ | ৫:৫৬ অপরাহ্ন

chittagong courtচট্টগ্রাম: নিজ স্ত্রী হত্যার অপরাধে হাবিবুর রহমান ফকির নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনুর। বৃহস্পতিবার দুপুরে আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালে ৩ অক্টোবর নগরীর ইপিজেড থানার কলসিদীঘি এলাকায় স্ত্রী রীনা খানকে হত্যা করেন হাবিবুর রহমান। এ ঘটনায় দায়ের হওয়া মামলার অভিযোগপত্র দালিখ করে ওই বছরের ৩১ ডিসেম্বর। ২০১৫ সালের ৫ অক্টোবর চার্জ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষী গ্রহণ শেষে আজ হাবিবুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী বলেন, সন্দেহাতীতভাবে স্ত্রী হত্যার প্রমাণ পাওয়ায় আদালত হাবিবুর রহমান ফকিরকে মৃত্যুদণ্ডাদেশ দেন।