সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে হাইকোর্টে তলব

| প্রকাশিতঃ ১ অগাস্ট ২০১৯ | ২:০১ অপরাহ্ন

ঢাকা : মশার কার্যকরী ওষুধ আনতে গড়িমসি করার বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। একই সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকেও তলব করা হয়েছে। পাশাপাশি আজকের মধ্যে আদালতে হাজির হয়ে ওই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে আদালতে শুনানিতে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা এবং উত্তর সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক ইনাম টিপু। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল সায়রা ফাইরোজ।

একুশে/এসসি