বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

পতেঙ্গায় অস্ত্র ও কার্তুজসহ ব্যবসায়ী গ্রেফতার

| প্রকাশিতঃ ২০ অক্টোবর ২০১৬ | ১০:৩০ অপরাহ্ন

14805394_1353386438065183_1082954740_nচট্টগ্রাম: নগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে দুটি অস্ত্র ও ৫ রাউন্ড কার্তুজসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সী বিচ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কফিল উদ্দিন (৩০) কক্সবাজারের চকরিয়ার মাইজ কাকারা পাতর বাপের বাড়ি জসিম উদ্দিনের ছেলে। কফিল নগরীর বাকলিয়া থানার নতুনব্রীজ বাস্তুহারা কলোনীতে বসবাস করেন।

পতেঙ্গা থানার এসআই মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওসি স্যারের নেতৃত্বে পতেঙ্গা সী বিচে অভিযান চালানো হয়। রাত সাড়ে ৮টার দিকে একটি এক নলা বন্দুক, একটি এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ কফিলকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে অস্ত্র কেনা-বেচার সাথে জড়িত।

কফিলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানান এসআই মনিরুল ইসলাম।