সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

পটিয়ায় মুক্তিযোদ্ধা খায়ের আহমদ স্মরণে প্রীতি ফুটবল

| প্রকাশিতঃ ৯ অগাস্ট ২০১৯ | ১১:৩১ পূর্বাহ্ন

চট্টগ্রাম : পটিয়ায় বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের আহমদ স্মরণে প্রীতি ফুটবল টুনামেন্ট-২০১৯ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামি মঙ্গলবার (১৩ আগস্ট) স্থানীয় মুকুটনাইট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠেয় জমজমাট এই ফুটবলের আয়োজন করেছে বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের আহমদ মেমোরিয়াল ট্রাস্ট।

এ উপলক্ষে মুক্তিযোদ্ধা তাজুর মুল্লুক চেয়ারম্যানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট একটি ম্যাচ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

টুনামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মুক্তিযোদ্ধা মহসীন খান এবং উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান।

খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন মুকুটনাইট ফুটবল বনাম তেকোটা ফুটবল একাদশ।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি