বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

আগুনে ১০ বসতঘর ভস্মীভূত

| প্রকাশিতঃ ২৩ অক্টোবর ২০১৬ | ১০:২৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে আগুনে পুড়েছে ১০ বসতঘর। রোববার সকালে নগরীর আলকরণ এলাকায় এ ঘটনা ঘটে।

চেরাগ বাতি থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে জানান দমকল বাহিনীর কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বিভাগীয় কর্মকর্তা জসিম উদ্দিন জানান, আগুনে জহির আলম দোভাষের মালিকানাধীন ১০টি সেমিপাকা বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি গাড়ি দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।