
চট্টগ্রাম : চট্টগ্রামে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
গতকাল (শনিবার) রাতে নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর ভরাপুকুর পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকের নাম মো. সোহেল (১৮)। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার শঙ্করপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে সোহেল।
পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার বেলা ১টার দিকে ওই শিশুকে একা পেয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে সোহেল। গতকাল (শনিবার) স্থানীয়দের কাছ থেকে আমরা ঘটনা জানতে পারি। পরে রাতে দোকান থেকে সোহেলকে আটক করা হয়।
শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হবে বলে জানান তিনি।
একুশে/এসসি