
ঢাকা : রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে সন্দেহভাজন চার জঙ্গিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া।
গ্রেপ্তারদের মধ্যে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর ভারপ্রাপ্ত আমির রয়েছেন বলে জানায় র্যাব। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু উগ্রবাদী বই ও লিফলেট পাওয়া গেছে।
গতকাল (রোববার) রাত ১০টা থেকে ভোর পর্যন্ত হাতিরঝিলের ঝিলপাড় এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে তারা আটক করেন।
সোমবার কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান মিজানুর রহমান।
একুশে/এসসি